thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

চার দশকে কমে গেছে ৬০ শতাংশ বন্যপ্রাণী

২০১৬ অক্টোবর ২৭ ১০:৫০:০৪
চার দশকে কমে গেছে ৬০ শতাংশ বন্যপ্রাণী

দ্য রিপোর্ট ডেস্ক : বিগত ৪০ বছর সময়ের মধ্যেই পৃথিবীর বন্য প্রাণীর সংখ্যা অন্তত ষাট শতাংশ কমে গেছে বলে বলছেন গবেষকরা। ১৯৭০ সালের পর থেকে এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিবিসির খবরে বলা হয়, পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং জুয়োলোজিক্যাল সোসাইটি অব লন্ডন বলছে, এই ধারা চলতে থাকলে, ২০২০ সাল নাগাদ পৃথিবীর দুই- তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে।

বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে এজন্য দায়ী করেছেন গবেষকরা।

গত ৪০ বছরে বিশ্বে বন্যপ্রাণী কমেছে ৫৮%। পরিসংখ্যানে বলা হচ্ছে, যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পড়ছে।

যদিও যে পদ্ধতিতে এই হিসেব বের করা হয়েছে সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। দি লিভিং প্ল্যানেট রিপোর্ট প্রতি দুই বছর পর পর প্রকাশিত হয়, এর উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা।

২০১৪ সালে সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৪০ বছরে বন্যপ্রাণী অর্ধেকে নেমে এসেছে।

পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ’র একজন গবেষক ড. বেরেট বলেছেন, কিছু কিছু গ্রুপের প্রাণীর অবস্থা অন্যদের চেয়ে তুলনামূলক বেশি খারাপ।

এদের মধ্যে আফ্রিকার হাতি ও হাঙ্গরের সংখ্যা দিন দিন কমছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর