thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দু’দিনের ইয়ং সাইনটিস্ট কংগ্রেস শুরু

২০১৬ অক্টোবর ২৭ ১২:৪১:১১
দু’দিনের ইয়ং সাইনটিস্ট কংগ্রেস শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : তরুণ বিজ্ঞানীদের উৎসাহিত ও মেধা খুঁজে বের করতে দু’দিনের ইয়ং সাইনটিস্ট কংগ্রেস শুরু হয়েছে। এর মধ্যদিয়ে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণ বিজ্ঞানীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২৭ অক্টেবর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান জাদুঘর সম্মেলন কক্ষে এ কংগ্রেসের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্স, দ্য গ্লোবাল নেটওয়ার্ক অব সায়েন্স একাডেমিস এবং দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েসেন্স-রিজিওনাল অফিস ফর সেন্টাল অ্যান্ড সাউথ এশিয়া যৌথভাবে এ কংগ্রেসের আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট প্রফেসর ড. আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট নাঈম চৌধুরী। আয়োজক কমিটির সদস্য প্রফেসর ড. হাসিনা খান।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। তাহলেই সকল প্রকার কুসংস্কার দূর করা যাবে। একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক অগ্রগামী তরুণ প্রজন্মই বাংলাদেশকে ক্ষুধামুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, দু’দিনের এ সম্মেলনে প্রায় ২০০ জন বিজ্ঞানী অংশ নেবেন। যাদের বয়স ৪০ বছরের নিচে। তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

শুক্রবার (২৮ অক্টোবর) এ সম্মেলন সমাপ্ত হবে। তবে শনিবার

(২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে মহিলা বিজ্ঞানীদের নিয়ে আলাদা কর্মশালা। এটিও বিজ্ঞান জাদুঘর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/জেজে/এমকে/এনআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর