thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ড্রোনসহ খেলনা উড়োজাহাজ ওড়াতে অনুমতি নিতে হবে

২০১৬ অক্টোবর ২৭ ১৩:৫৬:১২
ড্রোনসহ খেলনা উড়োজাহাজ ওড়াতে অনুমতি নিতে হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ড্রোন, রিমোট কন্ট্রোলড বা খেলনা উড়োজাহাজ ওড়ানোর ক্ষেত্রে এখন থেকে ৪৫ দিন আগে অনুমতি নিতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ ধরনের বাধ্যবাধকতা আরোপ করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেও ড্রোন বা খেলনা উড়োজাহাজ ওড়ানোর ক্ষেত্রে বেচিকের অনুমতি বাধ্যতামূলক করা হয়। তবে সচেতনতা বাড়াতে এ বিজ্ঞপ্তি আবারও প্রকাশ করা হয়।

এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশসীমায় যে কোনো ধরনের ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড উড়োজাহাজ, খেলনা উড়োজাহাজ উড্ডয়নের ন্যূনতম ৪৫ দিন পূর্বে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে।

এ বিষয়ে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড উড়োজাহাজ, খেলনা উড়োজাহাজ ওড়ানোর ক্ষেত্রে বেচিকের অনুমতি আগে থেকেই বাধ্যতামূলক ছিলো। তবে সচেতনতা বাড়াতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এমকে/অক্টোবর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর