thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

টেস্টে বাংলাদেশ দারুণ খেলছে : কুক

২০১৬ অক্টোবর ২৭ ১৯:৫৫:০৭
টেস্টে বাংলাদেশ দারুণ খেলছে : কুক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জিতে ইতিমধ্যে ১-০ এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড। ২৮ অক্টোবর (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রয়েছে তাদের এই সফরের শেষ টেস্ট। এ টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ ক্রিকেটের প্রসংশা করেছেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। বিশেষ করে বাংলাদেশের স্পিনারদের বেশ সমীহ করেছেন তিনি।

শেষ টেস্টের আগের দিন বৃহস্পতিবার(২৭ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুক বলেছেন, ‘আমার মনে হয় এই টেস্টে বাংলাদেশ দারুণ খেলেছে। তাদের কন্ডিশনে তারা স্পিন বোলারদের দিয়ে বল করাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আসলে এভাবেই তারা গড়ে উঠেছে। তবে আমরাও সে ধারা ধরতে চেষ্টা করছি। সফরে আমার মনে হয়, এটা খুব ভালো শুরু ছিল আমাদের জন্য। আশা করি আমরা উন্নতি করবো। আমাদের স্পিনাররাও উন্নতি করবে।’

তবে শেষ টেস্টের আগে আবহাওয়া পরিবর্তনের কারণে উইকেটের পরিবর্তন বেশ ভাবাচ্ছে ইংলিশ অধিনায়ক কুককে। এ জন্য এই টেস্টে টস ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এ সম্পর্কে কুক বলেছেন, ‘টস এই টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগের ম্যাচে এর প্রভাব যেমন ছিল, এখানেও তেমন প্রভাব থাকবে। যদিও বল অনেক স্পিন করেছিল কিন্তু খেলা যত গড়িয়েছে স্পিনটা অনেক কম করেছে ওই উইকেটে (চট্টগ্রাম)। প্রথমে ব্যাট করাটা তুলনামূলক সহজ হবে এখানে। চট্টগ্রামে উইকেট যেভাবে ভেঙেছে, আমরা ততটা আশা করিনি।’

এদিকে মিরপুরের দ্বিতীয় টেস্টের উইকেট সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি মনে করি সকালের বৃষ্টিতে উইকেটে কিছু সবুজ ঘাস গজিয়ে দেবে। ম্যাচের দিন (শুক্রবার) সকালে উইকেটের অবস্থা কী হয় সেটা দেখার পর উইকেট সম্পর্কে আসল ধারনা পাওয়া যাবে। আপাতত দেখে শুকনো উইকেটই মনে হচ্ছে।’

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে ইংলিশ একাদশে আগেই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক কুক। সংবাদ সম্মেলনে এদিন সেটাই পরিষ্কার করে দিলেন তিনি। ঢাকা টেস্টে দলে যুক্ত হচ্ছেন নবীন বাঁহাতি স্পিনার জাফর আনসারি ও স্টিভেন ফিন। ফিন মূলত খেলবেন পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গায়।

জাফর আনসারি সম্পর্কে কুক বলেছেন, ‘ডানহাতিদের বিরুদ্ধে বল ঘোরানোর সামর্থ্য তার আছে। আমি নেটে একটা বিষয় দেখেছি যে সে ভালো নিয়ন্ত্রণ ধরে রেখে আর গতিতে পরিবর্তন এনে বল করতে পারে। এখন সে কেমন করে সেটা দেখতে আমরা মুখিয়ে আছি। এছাড়া সে ভালো ব্যাটও করতে পারে যা আমাদের জন্য উপকারী হবে। আর দলে দুটি পরিবর্তন এসেছে।তবে এরমানে এই নয় যে খেলায় জেতার জন্য প্রচেষ্টার তীব্রতায় কোনও পরিবর্তন থাকবে।

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর