thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ওয়াপভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’ নিয়ে এলো রবি

২০১৬ অক্টোবর ২৭ ২১:১২:৪৫
ওয়াপভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’ নিয়ে এলো রবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রোতাদের বৈচিত্রময় ও সমৃদ্ধ সঙ্গীত উপভোগ করার সুযোগ করে দিতে মোবাইল ফোন অপারেটর রবি চালু করেছে ওয়াপ ভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’।

রবি গ্রাহকরা ওয়াপ (ডব্লিওএপি) বাজাও’তে আধুনিক ও চলচ্চিত্রের গান, মরমী, আধ্যাত্মিক ও ব্যান্ড সঙ্গীতের ব্যতিক্রমধর্মী ও বৈচিত্রময় বিভিন্ন শাস্ত্রীয় ঘরানার সঙ্গীত থাকবে। এখান থেকে গান সরাসরি শোনা যাবে, চাইলে ডাউনলোডও করা যাবে।

‘বাজাও’ এ শুধুমাত্র রবি ইন্টারনেটে সক্রিয় গ্রাহকরাই সঙ্গীত উপভোগ করতে পারবেন। স্বয়ংক্রিয় নবায়ন সুবিধাসহ সেবাটির জন্য প্রতিদিন মাত্র ২ টাকা সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য হবে। প্রতিদিন প্রথম তিনটি কনটেন্ট বিনামূল্যে ডাউনলোড করা অথবা শোনা যাবে। ফ্রি কনটেন্টের বাইরে প্রতিটি মিউজিক কনটেন্ট এর জন্য ২ টাকা এবং প্রতিটি প্রিমিয়াম মিউজিক কনটেন্টের জন্য পাঁচ টাকা চার্জ করা হবে। ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য হবে।

এই সেবায় সাবসস্ক্রাইব করতে গ্রাহকদের ‘স্টার্ট বাজাও’ টাইপ করে ১৬২১৪ এ এসএমএস করতে হবে অথবা A_ev http://bajao.co/ সাইটে ভিজিট করে সাবস্ক্রিপশন লিঙ্কে ক্লিক করতে হবে।

এছাড়া এই সেবায় আনসাবস্ক্রাইব করতে ‘স্টপ বাজাও’ অথবা ‘১১১১’ অথবা ‘স্টপ অল’ টাইপ করে ১৬২১৪ এ এসএমএস করতে হবে।

(দ্য রিপোর্ট/কেআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর