thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সুন্দরগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যানপ্রার্থীকে জরিমানা

২০১৬ অক্টোবর ২৭ ২২:০৩:১০
সুন্দরগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যানপ্রার্থীকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যানপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল আলম তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের আব্দুর রশিদ মিয়া, লাঙল রফিকুল ইসলাম রঞ্জু ও ঘোড়া প্রতীকের আসাদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটান। এ ছাড়া নির্দিষ্ট সময় ছাড়া নির্বাচনী সভা করার দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, সীমানাসংক্রান্ত জটিলতায় হরিপুর ইউনিয়নের নির্বাচন হয়নি। আগামী ৩১ অক্টোবর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর