thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি

ওএসডি সুশান্ত পাল

২০১৬ অক্টোবর ২৭ ২২:০০:১৯
ওএসডি সুশান্ত পাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো উল্লেখ করে এনবিআরের প্রজ্ঞাপনে সুশান্ত পালের মানসিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিশনারকে নির্দেশও দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য লিখে পোস্ট দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সুশান্ত পালের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে মোতাকাব্বির খান নামের একজন ছাত্র মামলাটি করেন। সেই মামলা করার কয়েকঘণ্টার মধ্যেই সুশান্ত পালকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আদিম বর্বরতা চলে, হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সব ব্যাপারে উদাসীন নিজের ফেসবুক পেজে এমন সব কথা লিখে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে পরে সুশান্ত পাল তার ফেসবুকে ক্ষমা চান।

তবে মামলায় অভিযোগ করা হয়েছে, সুশান্ত পালের কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট ও নোংরা লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সবাই ক্ষুব্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে গত রবিবার প্রতিবাদ ও মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুকের গ্রুপেও (যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের যোগাযোগ প্ল্যাটফর্ম) এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। মামলায় দ্রুত সুশান্তকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ভূমিকা নিয়ে গুণিজনদের ১৫ পৃষ্ঠার একটি লেখাও সংযুক্ত করা হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/এপি/এনআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর