thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ঠাকুরগাঁওয়ে দফতরির হাতে স্কুলছাত্রী লাঞ্ছিত

২০১৬ অক্টোবর ২৭ ২২:৩১:৩৮
ঠাকুরগাঁওয়ে দফতরির হাতে স্কুলছাত্রী লাঞ্ছিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের মোলানি বালিকা উচ্চ বিদ্যালয়ের দফতরির হাতে লাঞ্ছিত হয়েছে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী। টেস্ট পরীক্ষার ফি কম দেওয়ায় বিদ্যালয়ের দফতরি দবিরউদ্দিন ছাত্রী মৌসুমী আকতারকে শারীরিক নির্যাতন করেন। আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মৌসুমী আক্তার টেস্ট পরীক্ষার ফি দেড় শ’ টাকার স্থলে এক শ’ টাকা দেয়। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দিতে নিষেধ করে। এরপরও ওই ছাত্রী বৃহস্পতিবার বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। শ্রেণিকক্ষে পরীক্ষা দিতে বসলে বিদ্যালয়ের দফতরি দবিরউদ্দিন মৌসুমী আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অসুস্থ।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/এম/এনআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর