thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মম-নাঈমের প্রিয় প্রতিপক্ষ

২০১৬ অক্টোবর ২৮ ০৯:২৫:৩৫
মম-নাঈমের প্রিয় প্রতিপক্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মম আর নাঈম ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করে। কিন্তু বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়ায় মমর মা। তিনি চান না তার মেয়ে নাঈমের সঙ্গে সংসার করুক। তাই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে সংসারে বিরোধ সৃষ্টি হয়।

এমনই ভালোবাসা আর ভালোবাসাহীন গল্প নিয়ে এটিএন বাংলায় শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’।

প্রসুন রহমানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মনন আসাদ।

নির্মাতা বলেন, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের গড় হার বেড়ে চলেছে ক্রমশ। ডিভোর্স নামের এই শব্দটি মিথ্যা স্বাধীনতার নামে বড় বেশি সস্তা হয়ে গেছে। দীর্ঘ সময় চেনাজানা এবং সম্পর্কের পরও বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন যেতে না যেতেই বিয়ে ভেঙ্গে যাচ্ছে অবলীলায়। এই অবস্থায় সচেতনতা তৈরিতেই মূলত তৈরি হয়েছে এ নাটক।'

নাটকের প্রধান দুটি চরিত্রের নাম অপু ও দীপা। নাটকটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন নাঈম আর দীপা চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা, মৌসুমী প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/অক্টোবর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর