thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শিরোপা জয়ে শীর্ষস্থান মজবুত মারের

২০১৬ নভেম্বর ০৭ ১১:৩২:০৯
শিরোপা জয়ে শীর্ষস্থান মজবুত মারের

দ্য রিপোর্ট ডেস্ক : প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠে টেনিসের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। এবার ফাইনালে আমেরিকান জন ইসনারকে হারিয়ে এ টুর্নামেন্টের শিরোপাও নিজের করে নিলেন মারে। এর আগে সেমিফাইনালের ম্যাচে মিলোস রাওনিচের ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

প্যারিস মাস্টার্সে ফাইনালে আমেরিকান ইসনারকে প্রথম সেটে ৬-৩ গেমে দাপটের সঙ্গেই হারান মারে। তবে দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেও ৬-৭ গেমে হেরে যান। এরপর তৃতীয় সেটে গিয়ে ৬-৪ জয় তুলে পেয়ে শিরোপা নিশ্চিত করেন মারে।

এ শিরোপা জয়ে শীর্ষস্থানটি ভালোভাবে পাকা করে নিলেন মারে। দুই বছরের বেশি সময় ধরে আধিপত্য করে আসা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে সরিয়ে এই স্থানে বসলেন মারে। জকোর থেকে এখন তিনি ৪০৫ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

১৯৭৩ সালে কম্পিউটারাইজড র‌্যাংকিং সিস্টেম চালু করার পরে এবারই প্রথম কোনো ব্রিটিশ টেনিস খেলোয়াড় একক র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো।

২৯ বছর বয়সি স্কটিশ তারকা মারে এই বছরই অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণপদক এবং উইম্বলডন শিরোপাও জিতেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/নভেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর