thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা যুক্তরাষ্ট্রের

২০১৩ নভেম্বর ০৫ ২১:২২:৩১
সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা যুক্তরাষ্ট্রের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট সাংবাদিকদের এ কথা বলেন।

স্টিভ শ্যাবট সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর‌্যন্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানি লুইস, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদসহ যুক্তরাষ্ট্রের আরো তিন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্টিভ শ্যাবট সাংবাদিকদের জানান, প্রধান দুই দলের মধ্যে চলমান সহিংসতা বন্ধ করা উচিৎ। যাতে কোন সাধারণ মানুষ হতাহত না হন। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধীদের বিচার যেন স্বচ্ছ হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখার আহবান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক এ কর্মকর্তা।

শমসের মবিন বলেন, বিএনপি চেয়ারপারসন বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও নিজেদের অবস্থান স্টিভ শ্যাবটের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে দেশের সকল সমস্যার সমাধান হবে। তবে সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে।

(দিরিপোর্ট২৪/এম/এমএআর/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর