thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

শীর্ষে উঠে প্রথম জয় মারের

২০১৬ নভেম্বর ১৫ ১৪:০৯:৪৫
শীর্ষে উঠে প্রথম জয় মারের

দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডনে এটিপি ওর্য়াল্ড ট্যুর ফাইনালে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ান মেরিন সিলিচকে হারিয়ে শীর্ষস্থান উপভোগ করছেন স্কটিশ তারকা অ্যান্ডি মারে। এ নিয়ে তিনি টানা ২০টি সিঙ্গেল ম্যাচে জয় পেলেন তিনি।

ম্যাচটিতে সিলিচকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন মারে। আর এতে তিনি সময় নিয়েছেন এ ঘন্টা ৩০ মিনিট।

এই টুর্নামেন্ট দিয়েই জকেভিচের সঙ্গে বছর শেষের নাম্বার ওয়ান পজিশনের লড়াই হবে মারের। জন ম্যাক এনরো গ্রুপের অপর ম্যাচে সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে ৬-২, ৬-৩ গেমের জয় পান জাপানিজ কেই নিশিকোরি।

এ টুর্নামেন্টে র‌্যাংকিংয়ের শীর্ষ আটজন টেনিস তারকা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আর আগে ইভান লেন্ডল গ্রুপে পিছিয়ে থেকেও জয় পান গত চার আসরের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে ৬-৭ (১০-১২) পিছিয়ে পড়েন তিনি। সমর্থকদের কপালে এতে কিছুটা চিন্তার ভাজ পড়লেও দ্বিতীয় সেটে জকো ঠিকই ঘুরে দাঁড়ান।

পরের দুটি সেটে ৬-০, ৬-২ সেটে ডমিনিককে উড়িয়ে দিয়ে জয় পান জকো। অপর ম্যাচে ফ্রান্সের গায়েল মনফিলসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন কানাডিয়ান মিলোস রাওনিচ।

(দ্য রিপোর্ট/এনপিএস/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর