thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

মেজাজ হারালেন জকোভিচ!

২০১৬ নভেম্বর ১৫ ১৫:১০:১১
মেজাজ হারালেন জকোভিচ!

দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডনে জিরো টু এরিনাতে মেজাজা হারিয়ে বসলেন ঠান্ডা মাথার নোভাক জকোভিচ। শুধু তাই নয় সংবাদমাধ্যমের কাছে হাস্যরসের জন্য ভীষণ জনপ্রিয় জকো সেদিন সাংবাদিক বৈঠকেও উত্তেজিত হয়েছেন!

সম্প্রতি বেশ কয়েকবারই মেজাজ হারাতে দেখা গেল জকোভিচকে। ফরাসি ওপেনেও মেজাজ হারিয়েছিলেন ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা জকোভিচ। এবার লন্ডনে জিরো টু এরিনাতেও মেজাজ হারালেন তিনি।

রবিবার নিজের গ্রুপের প্রথম ম্যাচে জকোভিচ প্রথম সেটে হেরে পিছিয়ে পড়ার পর পরের দু’টো সেট দারুণ খেলে ডমিনিক থিয়েমকে হারান ৬-৭ (১০-১২), ৬-০, ৬-২। জকোভিচের তরুণ অস্ট্রিয়ান প্রতিপক্ষের এটা শুধু জীবনের প্রথম এটিপি ট্যুর ফাইনালস নয়, টমাস মুস্টারের ১৯ বছর পরে তিনিই অস্টিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম দশে ঢোকার কৃতিত্ব দেখিয়েছেন। এই মুহূর্তে সেই থিয়েমের বিরুদ্ধে চার বারের সাক্ষাতে গত রাতে জকোভিচ প্রথম কোনও সেট হারেন। এবং বার পাঁচেক সেট পয়েন্ট বাঁচানোর পরে ম্যারাথন টাইব্রেকারে ওই সেট হারতেই মেজাজ হারিয়ে একটা বল সজোরে মেরে সটান গ্যালারিতে উড়িয়ে দেন।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে উঠেন জকো। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা সব সময় টেনসি বাদ দিয়ে এ রকম কিছু নিয়েই পড়ে থাকেন।’ মিডিয়ারও চটপট উত্তর, ‘আপনি যদি সেইরকমই কিছু করেন তাহলে মিডিয় সেটি নিয়ে প্রশ্ন করবে না কেন?’

টানা ১২২ সপ্তাহ এক নম্বর থাকার পর প্যারিস মাস্টার্সে মারের কাছে সেই আসন খুইয়েছেন জকোভিচ। কিন্তু এটিপি ট্যুর ফাইনালস জিতলে তাঁর সামনে সুযোগ আবার এক নম্বর হয়েই চলতি মৌসুম শেষ করার। তবে প্রশ্ন উঠেছে, সেই মানসিক চাপই কি জকোভিচকে অস্থির করে তুলছে? টেনিস মহলে এরকমও বলছেন যে, জকোভিচের উচিত এখন তাঁর বহুদিনের কোচ পেপে ইমাজের সঙ্গে কথা বলা। যিনি জকোভিচের মোটভেটরও। রিও অলিম্পিকে ব্যর্থতার পর মানসকিভাবে উজ্জীবিত হওয়ার জন্য ইমাজের সঙ্গে আলাদাভাবে কথাও বলতেন জকোভিচ।

(দ্য রিপোর্ট/এনপিএস/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর