thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

খোঁজ মিলেছে অ্যাভাটার শিশুর!

২০১৬ নভেম্বর ১৫ ১৮:৪৪:০৮
খোঁজ মিলেছে অ্যাভাটার শিশুর!

দ্য রিপোর্ট ডেস্ক : জেমস ক্যামেরনের অ্যানিমেটেড সুপারহিট ফিল্ম ‘অ্যাভাটার’ এর কথা নিশ্চয়ই মনে আছে সবার। প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রকৃতিকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়েছিলেন। পৃথিবীবাসীকে বুঝিয়ে ছিলেন, অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি।

তবে এটা কোন অ্যাভাটার ছবির নয়া সিকুয়াল নয়। কোনও ফিল্মের গল্প ‌নয়, বাস্তবেই খোঁজ মিলেছে প্যান্ডোরা গ্রহের এমন সব শিশু অ্যাভাটারের।

এদের ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কোনও পাকা হাতের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের কাজ নয়, সত্যিই নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন এদের।

শুনে অবাক হচ্ছেন তো? আসলে এগুলো পুতুল। ‘বেবিক্লোন’ নামক কোম্পানি এক বিশেষ ধরনের পুতুল বানিয়েছে। যা দেখতে ‘অ্যাভাটার শিশু’র মতোই।

গায়ের রং নীলছে, মুখের উপর সাদা পুঁতির আলপনার মতো। অ্যাভাটার ছবিতে ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী, এখানে এই নীল অবতাররা নেহাতই দুধের শিশু।

সিলিকন এবং ভিনাইল যা বিশেষ একধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল। হঠাৎ করে দেখেলে বোঝার উপায় নেই যে, আসলে এটা কী?

‘বেবিক্লোন’ নামক কম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছেন ‘রিবর্নিং’। এই পুতুলগুলি বর্তমান বাজার দর ১০০০ ডলার থেকে শুরু।

(দ্য রিপোর্ট/এফএস/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর