thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বাজার মূলধনের ২৫ শতাংশ বহুজাতিক কোম্পানির দখলে

২০১৬ নভেম্বর ১৭ ১৩:১৮:০৮
বাজার মূলধনের ২৫ শতাংশ বহুজাতিক কোম্পানির দখলে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩০টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও বাজার মূলধনের ২৫.০৮ শতাংশ বহুজাতিক (মাল্টিন্যাশনাল) ১৩ কোম্পানির দখলে রয়েছে। চলতি বছরের অক্টোবরে এ চিত্র দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি বহুজাতিক কোম্পানি। এগুলো হলো- বাটা সু, বিএটিবিসি, বার্জার পেইন্টস বাংলাদেশ, ফু-ওয়াং ফুডস, ফু-ওয়াং সিরামিকস, গ্ল্যাক্সো স্মিথক্লাইন, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, রেকিট বেনকিজার ও সিঙ্গার বাংলাদেশ। এই ১৩ কোম্পানির দখলে রয়েছে ডিএসইর বাজার মূলধনের ২৫.০৮ শতাংশ।

চলতি বছরের ৩১ অক্টোবরে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৩ হাজার ৬৩৪ কোটি টাকা। যার ২৫.০৮ শতাংশ হিসাবে ৮১ লাখ ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা রয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর দখলে।

তালিকাভুক্ত ৩৩০টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাজার দখল করে রয়েছে গ্রামীণফোন। মোট বাজার মূলধনের ১১.৪০ শতাংশ রয়েছে এই কোম্পানির দখলে। এ ছাড়া বিএটিবিসির ৪.৭৬ শতাংশ, লাফার্জ সুরমা সিমেন্টের ২.৬৪ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৬৮ শতাংশ ও ম্যারিকো বাংলাদেশের ১.১৮ শতাংশ দখলে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর