thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ফাইনালে বাংলাদেশ

২০১৬ নভেম্বর ২৬ ১৬:০২:৪৫
ফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : হংকংয়ে অনুষ্ঠানরত আট জাতির এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (২৬ নভেম্বর) প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পেয়েছে লাল-সবুজের দল।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হংকং ও নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়েছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছিল অলিভার কার্টজের শিষ্যরা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ নভেম্বর (বুধবার) ম্যাকাও চায়নাকে ১৩-০ গোলের বড় ব্যববধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

প্রসঙ্গত, টুর্নামেন্টে অংশ নিতে গত ১৬ নভেম্বর (বুধবার) রাত ১২টা ৫০ মিনিটের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিল ১৮ সদস্যের জাতীয় হকি দল। দলের নেতৃত্বে রয়েছেন দেশের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।

আগামী ২৭ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এই আসরের।

(দ্য রিপোর্ট/এজে/নভেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর