thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

'রাস্তায় নামতে বাধ্য করবেন না'

২০১৬ নভেম্বর ৩০ ১৫:১৫:০৮
'রাস্তায় নামতে বাধ্য করবেন না'

দ্য রিপোর্ট প্রতিবেদক : 'আমরা টিভি বাক্সে বন্দি ছিলাম। এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করবেন না। আমাদের সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু পরিণাম ভালো হবে না।- বললেন অভিনেতা জাহিদ হাসান।

বুধবার দুপুরে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের সমাবেশে এসে বক্তব্যে জাহিদ হাসান বলেন, 'এখন টেলিভিশন মালিকের আত্মীয়রা হয়ে যাচ্ছেন শিল্পী। নব্বই দশকে যখন এদেশে প্যাকেজ নাটক জনপ্রিয় হল তখন প্রায় সব শিল্পীই এসেছে থিয়েটার থেকে। সবাই অভিনয় শিখে এসেছে। তাই নাটকের মান ভাল ছিল। এখন বলছেন আমাদের এখানে ভাল নাটক হয় না।'

এই অভিনেতা বলেন, ‘আমাদের বাজেট দিন, সময় দিন। কাজের স্বাধীনতা দিন। অভিজ্ঞ শিল্পীদের নিয়ে কাজ করুন। নাটকের মান ভালো হবে। দর্শকদের ভাল নাটক উপহার দিতে পারবো।’

জাহিদ হাসানের বক্তব্যের সময় মঞ্চে ছিলেন আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, রোজী সিদ্দিকী, শহিদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত।

শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই'- মূল প্রতিপাদ্য নিয়ে টিভি মিডিয়ার হাজারো শিল্পীদের অংশগ্রহণে শহীদ মিনারে চলছে এই সমাবেশ। পাঁচ দফা দাবী নিয়ে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। টেলিভিশন মিডিয়ার ১৩টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম এফটিপিও।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর