thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

যেকোন মূল্যে শেয়ারবাজারকে স্থিতিশীল রাখা হবে-বাণিজ্যমন্ত্রী

২০১৬ ডিসেম্বর ০১ ১৫:৪৪:২৮
যেকোন মূল্যে শেয়ারবাজারকে স্থিতিশীল রাখা হবে-বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট পতিবেদক : যেকোন মূল্যে শেয়ারবাজারকে স্থিতিশীল রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো’ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, শেয়ারবাজার বর্তমানে স্থিতিশীল ও ভালো অবস্থানে রয়েছে। এমতাবস্থায় অধিক মুনাফার আশায় সর্বশান্ত হওয়ার চেয়ে অল্প মুনাফা করা ভালো। এই অবস্থায় কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে আনার জন্য বিএসইসির চেয়ারম্যানকে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান করেন।

এদিকে ২০১০ সালের শেয়ারবাজার ধ্বসকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান জানান, শেয়ারবাজারে প্রতিদিন উন্নয়ন হচ্ছে। যা দেখে বিদেশীরা বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। একইসঙ্গে বৈদেশিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর