thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘তারেক মাসুদ ও আজকের বাংলাদেশ’

২০১৬ ডিসেম্বর ০১ ১৬:৪১:১৯
‘তারেক মাসুদ ও আজকের বাংলাদেশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার(২ ডিসেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় ‘চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ-২০১৬’র আয়োজন করা হয়েছে। বাংলা ভাষার পত্রিকা ‘মাদুলি’র এই আয়োজন ভাঙ্গা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

তারেক মাসুদের চলচ্চিত্র ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে দুপুর ২টায় এ অনুষ্ঠান শুরু হবে। বিষয় : ‘তারেক মাসুদ ও আজকের বাংলাদেশ, যত দূর এগোলো কবিতার বাংলাদেশ’। এরপর দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আগত কবি-সাহিত্যিকদের কবিতাপাঠ ও আড্ডা চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করবেন তারেক মাসুদের মা নুরুন নাহার মাসুদ।

উল্লেখ্য, দেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর