thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

২০১৮ সাল থেকে প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড

২০১৬ ডিসেম্বর ০১ ১৭:৪৭:০৮
২০১৮ সাল থেকে প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধী রয়েছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমান বলেছেন, ‘২০১৮ সালে সকল প্রতিবন্ধীকে স্মার্ট কার্ড দেওয়া হবে।’

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সচিবালয়ে বৃহস্পতিবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সচিব এ কথা বলেন।

প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড দেওয়া হলে ট্রেনের টিকেট কাটা, চাকরিতে কোটা ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাদের সুবিধা হবে বলে জানান জিল্লার রহমান।

সিচিব বলেন, ‘২০১৭ সালের মধ্যে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্মার্ট কার্ড তৈরি করা হবে। ২০১৮ সালের মধ্যে সব প্রতিবন্ধীর হাতে স্মার্ট কার্ড দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর জরিপ চালিয়ে সারা দেশে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধীকে শনাক্ত করে একটি ডাটাবেজ তৈরি করেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে এখন আমরা আরও গবেষণা করবো। বিভিন্ন প্রতিবন্ধীতার কারণ উদঘাটন ও এর রাশ টেনে ধরার জন্য উপযুক্ত কার্যক্রম গ্রহণ করব।’

প্রতিমন্ত্রী জানান, অন্যান্যবারের মতো এবারও ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করবে সরকার।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের মূল অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এছাড়া মিরপুরে প্রতিবন্ধী ফাউন্ডেশনে সপ্তাহব্যাপী প্রতিবন্ধী মেলা হবে। সেখানে প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন জিনিস উপস্থাপন করা হবে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মিরপুরে মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর সাড়ে ৭ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ৬০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। এ বছর এই খাতে বরাদ্দ ৫৪০ কোটি টাকা। দেশের ৭০ হাজার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে ৫০ কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় ৬৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্যে বিনামূল্যে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর