thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

শুক্রবার মুখোমুখি মাশরাফি-রিয়াদ ও সাকিব-তামিম

২০১৬ ডিসেম্বর ০২ ১২:১২:০২
শুক্রবার মুখোমুখি মাশরাফি-রিয়াদ ও সাকিব-তামিম

দ্য রিপোর্ট ডেস্ক : বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চতুর্থ আসর প্রায় শেষ দিকে চলে এসেছে। শুক্রবার (০২ ডিসেম্বর) যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের ৩৭তম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্স। আর দিনের অপর ম্যাচে সন্ধ্যা সোয়া ছয়টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগাং ভাইকিংস।

মাশরাফি বিন মর্তুজার কুমিল্লার বিপিএলের মূল পর্বে ওঠার এখন আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কেননা আসরের প্রথম পাঁচ ম্যাচে তারা টানা হার পেয়েছে। তবে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের মুখ দেখে মাশরাফির দল। এরপর আবার দুই ম্যাচে হেরে সে দলটি। ফলে যখন আশা প্রায় শেষ তখনই জ্বলে উঠেছে কুমিল্লা। শেষ দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১০ ম্যাচে তিন জয়ে তারা টেবিলের তলানিতে রয়েছে। এদিকে তাদের এই ম্যাচের প্রতিপক্ষ খুলনা টাইটান্স বেশ ভালো অবস্থাতেই রয়েছে। মোট ১০ ম্যাচ খেলে তারা ৬টিতেই জয় তুলে নিয়েছে। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। যদিও শেষ দুই ম্যাচেই তারা পরাজিত হয়েছে। তাই এদিনের ম্যাচে কুমিল্লাকে হারিয়ে টেবিলের ওপরের দিকে নিজেদের স্থানটি মজবুত করাই তাদের লক্ষ্য।

তবে এ দু’দলের প্রথম দেখায় কিন্তু ১৩ রানের জয় তুলে নিয়েছিল রিয়াদের খুলনাই। তাই মুখোমুখি দেখায় এগিয়ে রয়েছে খুলনা। তবে শেষ দু্ই ম্যাচে জিতে ফর্মে রয়েছে কুমিল্লা। তারা আজকের ম্যাচ দিয়ে সেই হারের প্রতিশোধ তুলতে পারে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুই দল। সাকিব আল হাসানের ঢাকা ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে তামিম ইকবালের চিটাগাং সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এ ম্যাচে সাকিবদের লক্ষ্য থাকবে তামিমের দলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করা।

নিজেদের প্রথম দেখায় কিন্তু ঢাকার কাছে পরাজিত হয়েছিল চিটাগাং। তাই আর তামিমের লক্ষ্য হচ্ছে এ ম্যাচে জয় দিয়ে সাকিবদের হটিয়ে শীর্ষ স্থান দখল করা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে তা আসলে বলাই মুশকিল। এদিকে চিটাগাংয়ে যোগ দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তাই বলাই যেতে পারে তামিমের দলে এখন অন্য মাত্রার যোগ হয়েছে। তবে সাকিবের ঢাকায় আগে থেকেই রয়েছে বিদেশি তারকায় ভরপুর। তাই হাইভোল্টেজ এ ম্যাচের রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় রয়েছে সমর্থকরা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর