thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস শনিবার

২০১৬ ডিসেম্বর ০২ ২৩:১০:৩৫
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস শনিবার

দ্য রিপোর্ট ডেস্ক : শনিবার (৩ ডিসেম্বর) ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস। জাতীয়ভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিবসটির মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। খবর বাসসের।

শুক্রবার (২ ডিসেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান।

প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, ‘মিরপুর-১৪ নম্বরে শনিবার থেকে ৭ দিনব্যাপী প্রতিবন্ধী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। মেলায় প্রতিবন্ধীদের তৈরি নানা পণ্য থাকবে। শেখ হাসিনার বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে নয়, নানা কর্মমুখী কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের সাবলম্বী করে গড়ে তুলছে, তার প্রতিফলন এ মেলায় দেখা যাবে।’

প্রতিবন্ধীদের জন্য বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘সমাজকল্যাণ অধিদফতর সারাদেশে জরিপ চালিয়ে ১৫ লাখেরও অধিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ শনাক্ত করে একটি শক্তিশালী ডাটাবেজ তৈরি করেছে।’

তিনি আরও বলেছেন, ‘তাদের (প্রতিবন্ধীদের) প্রত্যেককে বর্তমানে সাময়িক পরিচয়পত্র দেওয়ার কাজ অধিদপ্তর করছে। আগামী বছরের (২০১৭) ডিসেম্বরের মধ্যে তাদের সবাইকে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের রয়েছে। তখন এ কার্ড পাঞ্চ করলেই তাদের তথ্য-উপাত্ত বের হয়ে আসবে।’

(দ্য রিপোর্ট/এস/জেডটি/এনআই/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর