thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মিয়ানমার রোহিঙ্গা নিধন করছে : মালয়েশিয়া

২০১৬ ডিসেম্বর ০৩ ১৭:২৭:৩৫
মিয়ানমার রোহিঙ্গা নিধন করছে : মালয়েশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমার সরকার সে দেশের রোহিঙ্গা মুসলিমদের নিধন করছে বলে দাবি করেছে মালয়েশিয়া সরকার। শনিবার(৩ ডিসেম্বর ) মালয়েশিয়ার পররাষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মন্তব্য করে।

মালয়েশিয়া মনে করে মুসলিম রোহিঙ্গাদের নৃতাত্ত্বিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে মিয়ানমারে। আগামীকাল রোববার মিয়ানমারের সহিংসতা বন্ধে কুয়ালালামপুরে সংহতি মিছিল করা হবে । এর আগে আজএ বিবৃতি দিল দেশটি। কালকের মিছিলে নেতৃত্ব দেবেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য মিয়ানমারের এই আচরণ অবশ্যই বন্ধ করতে হবে। ২০১২ সালে রাখাইনে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক নিহতের পর এটি বড় ধরনের সহিংসতার ঘটনা।

রয়টার্সের খবরে জানা যায়, গতকাল শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়ার সার্বভৌম বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রাখা উচিত। মালয়েশিয়াকে আসিয়ান নীতি মেনে চলতে হবে এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে হবে।

(দ্য রিপোর্ট/এন/৩ ডিসেম্বর ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর