thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

হ্যাকারদের আক্রমণে অ্যান্ড্রয়েডের তথ্য গায়েব!

২০১৬ ডিসেম্বর ০৪ ১৪:৩৩:০৭
হ্যাকারদের আক্রমণে অ্যান্ড্রয়েডের তথ্য গায়েব!

দ্য রিপোর্ট ডেস্ক : ১৩ লাখের বেশি গুগল অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে হ্যাকাররা। এর মধ্যে রয়েছে ই-মেইল, ছবি, নথির মতো সংবেদনশীল তথ্য। আক্রান্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে অন্য অ্যাপগুলো নামিয়ে সেগুলোর রেটিং বাড়িয়ে দেয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষণায় উঠে আসে এ তথ্য। গত বুধবার গুগল নিজেও তথ্যটি নিশ্চিত করেছে। হ্যাকিংয়ের ধরণ ও সমস্যার ব্যাপ্তি সম্পর্কে ধারণাও দিয়েছে গুগল। তবে গুগল বলছে, হ্যাকাররা যেসব তথ্য চুরির কথা বলছেন, সেসব তথ্য এখনো তারা চুরি করতে পারেনি।

অ্যান্ড্রয়েডের নিরাপত্তা পরিচালক আড্রিয়ান লুডউইগ এক ব্লগ পোস্টে লিখেছেন, এই রেটিং ষড়যন্ত্রে আক্রান্ত সব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলেছে। এছাড়া গুগল জোর দিয়ে বলছে, এখন থেকে গুগল প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে নামানো উচিত নয়।

সে যা-ই হোক হ্যাকাররা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন অফিশিয়াল অ্যাপ স্টোর ছাড়া বাইরের অ্যাপ নামানো ঠিক না।

(দ্য রিপোর্ট/আফ/এফএস/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর