thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কার জিতলেন বোল্ট

২০১৬ ডিসেম্বর ০৪ ১৫:১১:৫৬
রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কার জিতলেন বোল্ট

দ্য রিপোর্ট ডেস্ক : বছরের সেরা দৌড়বিদ হিসেবে আইএএফ’র পুরস্কার জিতে নিলেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট। এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো এ পুরস্কারটি জয় করলেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। আর ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা মহিলা অ্যাথলেট।

বোল্ট ও আয়ানার হাতে পুরস্কার তুলে দেন আইএএফ সভাপতি সেবাস্তিয়েন কোয়ে।

২০০৮ সালে প্রথমবার বর্ষসেরার পুরস্কার পান বোল্ট। এর পরের বছরই দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতে নেন। মাঝে ২০১০ সালে বিরতি দিয়ে তিনি আবার ২০১১ থেকে ২০১৩ অব্দি টানা তিনবার জেতেন এই পুরস্কার। এ বছর জিতলেন রেকর্ড ষষ্ঠবার। আর রিও অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটারে সোনা জেতা ইথিওপিয়ার আলমাজ আয়ানা জিতেছেন বছরের সেরা মহিলা অ্যাথলেটের পুরস্কার।

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর