thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে খুলনা

২০১৬ ডিসেম্বর ০৪ ১৯:৫৯:২৭
দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে খুলনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪২ তম ম্যাচে জয় তুলে নিয়ে প্লে-অফে উঠেছে খুলনা টাইটানস। রবিবার (০৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

এদিন ঢাকার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখে নিজেদের সপ্তম জয় তুলে নেয় খুলনা। এই জয়ে রাউন্ড রোল পদ্ধতিতে ১২ ম্যাচে অংশ নিয়ে ১৪ পয়েন্ট অর্জন করেছে তারা। ফলে, টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করা ঢাকার পর দ্বিতীয় স্থান অর্জন করেছে খুলনা।

দলের পক্ষে খুলনা অধিনায়ক রিয়াদ করেছেন সর্বোচ্চ ৫০ রান। ২৮ বলে ৫ চার ও ২ ছক্কার বিনিময়ে চলতি আসরে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করে তানভির হায়দারের বলে তিনি কট আউট হয়ে ফিরে যান সাজঘরে। দুর্দান্ত ভঙ্গিতে রিয়াদের ক্যাচটি লুফে নেন ঢাকার মেহেদি মারুফ।

দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে ওপেনার হাসানুজ্জামানের ব্যাট থেকে। ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কার সাহায্যে এই রান করেছেন তিনি।

ঢাকার পক্ষে ২ টি উইকেট নিয়েছেন রভি বোপারা। একটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হানান এবং তানভির হায়দার।

এর আগে আসরে টিকে থাকার এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে ঢাকা। দলের পক্ষে ৫৯ রান করছেন লঙ্কান তারকা কুমারা সাঙ্গাকারা। ৪১ বলে ৮ চারের সাহায্যে এই রান করছেন তিনি। এছাড়া ২০ রান করেছেন মোসাদ্দেক হোসেন, ১৯ রান করেছেন নাসির হোসেন।

খুলনার পক্ষে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন জুনায়েদ খাঁন।

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর