thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মুস্তাফিজের উন্নতিতে খুশি বোলিং কোচ

২০১৬ ডিসেম্বর ০৪ ২০:৩১:৩২
মুস্তাফিজের উন্নতিতে খুশি বোলিং কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের উন্নতিতে খুশি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। রবিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে ইনজুরি কাটিয়ে প্রায় ৮০ ভাগ উন্নতি করেছেন জাতীয় দলের এই বিস্ময়কর পেসার। এখন অপেক্ষা শুধু নির্বাচকদের সবুজ সংকেতের। এ ছাড়া পুনর্বাসনে থাকা আরও দুই পেসার এবাদত হোসেন ও মোহাম্মদ শহীদকে নিয়ে কথা বলেন তিনি।

মুস্তাফিজ ও এবাদতের ইনজুরি নিয়ে মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের দেবাশিষ বলেন, ‘আজকে (রবিবার) সকালের প্র্যাকটিস সেশনে মুস্তাফিজ ও এবাদত দুজনই বোলিং করেছে। ওরা দুজনই বোলিং সামর্থ্যের ৮০-৯০ ইনটেনসিটিতে বল করেছে। আমাদের ট্রেনার (ডিন কনওয়ে) খুবই খুশি এ দুজনের অগ্রগতি নিয়ে। এবং আরও আনন্দের কথা হচ্ছে, ওরা দুই স্পেলে বোলিং করতে পেরেছে। উইথ আউট কমপ্লেইন, ৮০-৯০ পারসেন্ট অ্যাচিভ করেছে। এখন ৮০-৯০ পারসেন্ট ইনটেনসিটি অ্যাচিভ করা মানেই কিন্তু প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছে। অ্যাকচুয়ালি ১০০ পারসেন্ট জিনিসটাতো যখন খেলার সিচুয়েশেননে যাবে তখনও ফুলটা দেবে। এখানে যখন ৮০ পারসেন্ট দিচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি অ্যাচিভমেন্ট পুরোপুরি হয়ে গেছে। আর কয়েকটা দিন মাত্র সময় আছে আমাদের হাতে। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে এরপর সিলেক্টার বা টিম ম্যানেজম্যান্ট চিন্তা করবে তাদের অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ট্যুার করার ব্যাপারে।’

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। সেখানেই অস্ত্রোপচার শেষে দেশে ফিরে তখন থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজ।

অস্ট্রেলিয়ায় পাঠানো হলে কী ধরনের কাজ করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ৮০-৯০ পারসেন্ট ইনটেনসিটিতে বোলিং করতে পারছে। আমরা ধরে নেব টিমের সঙ্গে অন্য বোলাররা যে ধরনের ড্রিলগুলো করছে, যে ধরনের প্র্যাকটিস শিডিউল মেইনটেইন করবে। একই সিডিউল ওরাও ফলো করতে পারবে।’

এদিকে বিপিএল চলাকালে ইনজুরিতে পড়া শহীদের সম্পর্কে জানতে চাইলে দেবাশিষ বলেন, ‘শহীদের ইনজুরিটা তো গত সপ্তাহে হলো। ওর এসিএল লিগামেন্টে যে ইনজুরিটা ছিল আমরা আজকে ওর এক্সামিন করেছি। ওর হাঁটুর অবস্থা আগের চেয়ে বেটার আজকে এক্সামিনেশনে কিছু কিছু টেস্ট ও পাস করেছে। কিন্তু ওর এখন পায়ের যে অবস্থা ওকের আর এক সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। আমরা দুই-তিন দিনের মধ্যে আবার ওকে আমরা রিভিউ করব। তারপর পরবর্তী চিকিৎসার ব্যাপারে জানাতে পারব।’

(দ্য রিপোর্ট/এজে/এম/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর