thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দেশে গুম বলতে কোনো শব্দ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৬ ডিসেম্বর ০৪ ২০:৪৭:৪৬
দেশে গুম বলতে কোনো শব্দ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে গুম বলতে কোনো শব্দ নেই। পারিবারিক বা অন্য কোনো কারণে অনেকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকেন। কিছুদিন পরে দেখা যায় তারা ফিরে এসেছেন।’

রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে রবিবার (৪ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে প্রায়ই গুম ও অপহরণ হচ্ছে, এমন অভিযোগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা হচ্ছে, দেশে কি গুম ও অপহরণ বেড়ে গিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় জাতীয় সংসদ ভবনের মূল নকশা ও দেশের চিহ্নিত জঙ্গিদের বিষয়েও কথা বলেছেন।

সংসদ ভবনের মূল নকশা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা আমরা হাতে পেয়েছি। মূল নকশার সঙ্গে বর্তমানের কিছু অসামঞ্জস্য রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। সংসদ ভবনের সৌন্দর্য রক্ষায় সব কিছু করা হবে।’

জঙ্গিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বরখাস্ত মেজর জিয়াসহ যে সকল জঙ্গি এখনও আত্মসমর্পণ করেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বিশদ আলোচনা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তমকুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নি সংগঠনের খন্দকার বজলুল হক।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর