thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শাকিলের মৃত্যুতে প্রকাশক সমিতির শোক

২০১৬ ডিসেম্বর ০৬ ১৭:২৯:০৩
শাকিলের মৃত্যুতে প্রকাশক সমিতির শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

সমিতির ভারপ্রাপ্ত পরিচালক মোস্তফা সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মাহবুবুল হক শাকিল জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উপদেষ্টা ছিলেন।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। তার স্ত্রী পেশায় আইনজীবী। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর তাকে বিশেষ সহকারী হিসেবে সঙ্গে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার কবিতা বোদ্ধা মহলে বেশ প্রশংসিত।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/ডিসেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর