thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

শাকিলের জানাযা সম্পন্ন

২০১৬ ডিসেম্বর ০৭ ১২:৩৬:৫৪
শাকিলের জানাযা সম্পন্ন

ঢাবি প্রতিনিধি : বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীয় বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার পর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহের বাঘমারায় নিজ এলাকায় সন্ধ্যায় লাশ দাফন হবে।

গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় (সামদাদো) গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যবরণ করেন।

মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। মাহবুবুল হক শাকিল এক কন্যা সন্তানের জনক।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

মাহবুবুল হক শাকিলের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, বিভিন্ন সংস্থা তদন্ত করছে, তদন্ত রিপোর্ট বের হলে বিস্তারিত জানা যাবে।

এদিকে, মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় ওই রেস্তোরাঁ থেকে সন্দেহবশত ৫ জনকে আটক করেছে পুলিশ।

জানাযায় অংশ নেয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হক হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিসিসি’র সভাপতি নাজমুল হক পাপনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ডিসেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর