thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইমোজিতে হবে সার্চ হবে শব্দ ছাড়াই!

২০১৬ ডিসেম্বর ০৮ ১৩:২৪:২১
ইমোজিতে হবে সার্চ হবে শব্দ ছাড়াই!

দ্য রিপোর্ট ডেস্ক : ভাবছেন যদি কিছু না-ই লিখি তাহলে সার্চ হবে কি করে? আসলে, এবার সেটাই হবে। কোনো কিছু লেখা ছাড়াই সামনে চলে আসবে আপনার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট। আর সেটা হবে ইমোজির মাধ্যমে। এত দিন আমরা শুধু চ্যাট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশের জন্য ইমোজির ব্যবহার করে এসেছি। এবার এর ব্যবহার হবে সার্চের বেলায়, প্রয়োজনীয় তথ্য খুঁজতে। ফলে ইন্টারনেট প্রিয় মানুষ হয়ে যাবে আরও একটু অলস এমনও মন্তব্য করা হচ্ছে। তবে এর ব্যবহার কিন্তু প্রথাগত গুগল সার্চে নয় বরং টুইটারে শুরু হচ্ছে, গত মঙ্গলবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে গুগল। ধরুন আপনি খুব ক্ষুধার্ত, কিছু খেতে ইচ্ছা করছে যেমন : বার্গার খেতে ইচ্ছে করছে। টুইটার খুলে তাতে বার্গারের ইমোজি দিয়ে @google লিখে টুইট করে দিন। তাতেই আপনার সামনে চলে আসবে কোথায় এই মুহূর্তে আপনার সবচেয়ে কাছেপিছে বার্গার পাওয়া যাচ্ছে। তেমনিভাবে ক্রিসমাস ট্রি’র একটি ইমোজি আপনাকে জানিয়ে দিবে আপনার সবচেয়ে কাছে কোথায় হচ্ছে ক্রিসমাসের সবচেয়ে বড় পার্টিটি। এতে বাড়তি কোনো শব্দ খরচ ছাড়াই হয়ে যাবে আপনার তথ্য খোজাঁর কাজ। তথ্য মতে, বর্তমানে ইউনিকোড সিম্বলের আওতায় থাকা ১৪শ ইমোজির মধ্যে এই মুহূর্তে গুগল সার্চে কাজ করবে মাত্র ২০০টি। পরবর্তীতে চাহিদামত আরও ইমোজি যোগ করা হবে। তবে টুইটারে গুগলের এই সেবা পেতে আপনাকে গুগলের লোকেশন সার্ভিসটি অবশ্যই সক্রিয় করে নিতে হবে।

(দ্য রিপোর্ট/আফ/এম/এনআই/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর