thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জকোর সমালোচনায় বেকার

২০১৬ ডিসেম্বর ০৮ ১৪:০৫:৫১
জকোর সমালোচনায় বেকার

দ্য রিপোর্ট ডেস্ক : শেষ অব্দি সকল গুঞ্জনকে সত্যি করে নোভাক জকোভিচ ও বরিস বেকারেরর জুটি ভেঙেই গেল। বেশ কিছুদিন ধরেই টেনসি মহলে এই নিয়ে জোর আলোচনা চলছিল। বিশেষ করে জকো টেনিসের র‌্যাঙ্কিং থেকে শীর্ষস্থান হারানোর পর থেকেই এ আলোচনার জন্ম দেয়।

আর এ বিচ্ছেদের পর জকোর কোচ বেকার বলেন, ‘জকোভিচ গত ছয় মাসে অনুশীলনে যতটা সময় থাকা উচিত ছিল ততটা সময় ব্যয় করেনি। আর সে এটা জানে। ফলে নিজের শীর্ষস্থানটিও ফিরে পায়নি ও।’

তিনি আরও বলেন, ‘সাফল্য কোনো বাটন নয় য়ে দাবালেই চলে আসবে। তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে সাফল্যের জন্য। কেননা তোমার প্রতিদ্বন্দ্বী কিন্তু ঠিক তাই করছে।’

একটি এক ব্রিটিশ নিউজ চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বেকার বলেন, ‘অবশ্যই আমার কোচিংয়ে নোভাকের দুই-একটা হারকে আমি মন থেকে মুছে ফেলতে চাই। কিন্তু সব মিলিয়ে বলতেই হবে, কেউ যদি তিন বছর আগে আমাকে বলত, আমাদের পার্টনারশিপে ছয়টা গ্র্যান্ড স্ল্যাম আসবে, আমার ছাত্র বিশ্বের এক নম্বর আসনেই শুধু বসবে না, টেনিস বিশ্বকে শাসন করবে, তা হলে আমি সে দিনই গিয়ে চুক্তিতে সই করতাম।’

জোকোভিচও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন, ‘বরিস আর আমি একসঙ্গে কাজ শুরু করার সময় যে লক্ষ্য স্থির করেছিলাম তা পুরোপুরি সফল হয়েছে।’

মিডিয়ার জল্পনা-কল্পনাকে সত্যি করে সার্বিয়ান তারকা জকোভিচ নিজেই জার্মান কোচ বেকারের সঙ্গে তার বিচ্ছেদের কথা জানান। দীর্ঘ তিন বছর তিনি বেকারে অধীনে কোচিং করেছেন।

জকোভিচ এ অব্দি মোট ১২টি গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেছেন। যার মধ্যে ৬টিই ছিল বেকারের অধীনে কোচিং করার সময়। শুধু তাই নয় টেনিসের ইতিহাসে মাত্র অষ্টম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যাম পূর্ণ করেন তিনি। আর এ তিন মৌসুমের মধ্যে দুইবারই বছর শেষ করেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে।

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর