thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে’র জরিপ উদ্দেশ্যপ্রণোদিত : রিজভী

২০১৬ ডিসেম্বর ১০ ১৫:৪৮:৪৪
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে’র জরিপ উদ্দেশ্যপ্রণোদিত : রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সময়ে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা কেমন এবং ভোট হলে কে এগিয়ে থাকবে-‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের’ এই সংক্রান্ত একটি জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ওই জরিপকে ‘উদ্দেশ্যপ্রনোদিত’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের বিষয় নিয়ে কথা বলেন রিজভী।

তিনিবলেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, ধর্মান্ধতা ও উগ্রবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যশনাল সম্প্রতি একটি জরিপ চালিয়েছে, যা আজ (শনিবার) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। জরিপে বলা হয়-এখন নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ, বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে।

‘জরিপটি শুধু হাস্যকরই নয়, এটি সত্যের অপলাপমাত্র। জরিপকারীরা যেভাবে ডাটা, স্ট্যাটিস্টিক, স্যাম্পিলিং, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই’ বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার লাশের পাহাড় ডিঙ্গিয়ে হত্যা আর রক্তরঞ্জিত নির্বাচনে দখল আর কেড়ে নেয়া ভোটকেন্দ্রগুলির একতরফা সিল মারার তামাশা দেশবাসী দেখেছে। সেই নির্বাচনের সরকারি পরিসংখ্যানটি মনে হয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপের তথ্যের প্রধান উৎস।’

তিনি বলেন, ‘দেশে মানবাধিকার আজ ভুলুন্ঠিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। দেশজুড়ে চলছে খুনের উৎসব, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, বন্দুকযুদ্ধ-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যা, একের পর এক গুমের হিড়িক। অনাচারে লিপ্ত একটি সরকার জনসমর্থনে এগিয়ে থাকবে-সেটা শুধু গণতন্ত্রহারা বাংলাদেশী মানুষকে উপহাস করাই নয়, বরং এই জরিপটি যে আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের একটি অংশ তা সহজেই অনুমেয়।’

সরকার ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা ও রক্তপাতকে টিকে থাকার কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘জাতিসংঘ বলেছে-চলতি বছরে দেশে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটবে। বাংলাদেশে সেই ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বেশ আগেই, এ বছর আরও বেশি ভয়াবহ নির্দয় রূপ নিয়ে তা আত্মপ্রকাশ করেছে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এমকে/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর