thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে ঢাবিতে রক্তদান কর্মসূচী

২০১৬ ডিসেম্বর ১০ ১৭:৩৮:২৪
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে ঢাবিতে রক্তদান কর্মসূচী

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ ভারতীয় সেনাদের স্মরণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয়ের মাস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচী চলে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একটি দেশের স্বাধীনতার জন্য মৃত্যু বরণ করা সবচেয়ে আভিজাত্যের ও সম্মানের মৃত্যু। এ মৃত্যুর মতো মহৎ মৃত্যু আর নেই। স্বাধীনতার জন্য, ভাষার জন্য, গণতন্ত্রের জন্য মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। স্বাধীনতার জন্য দেশের ৩০ লক্ষ্য মানুষ শহীদ হয়েছেন। আজকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে সেই সকল বীর সেনানীদের স্বরণ করার জন্য বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতিকে ধন্যবাদ জানাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক-২) রাজেশ উইকি, বীর মুক্তিযোদ্ধো আহসানইউল্লাহ মনি, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী প্রমুখ

(দ্য রিপোর্ট/কেএনইউ/এস/এমএইচএ/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর