thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ বিদেশি শনাক্ত

২০১৬ ডিসেম্বর ১০ ১৭:৪৫:৪৩
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ বিদেশি শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর সিআইডি কার্যালয়ে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও ২৩ জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে। মূল হোতাদের বের করার চেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগে ২০১৫ সালের ১৫ মে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) ৫টি ভূয়া অ্যাকাউন্ট খোলা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আর শনাক্ত ২৩ বিদেশি টাকা উত্তোলনের কাজ করে।’

শাহ আলম আরো বলেছেন, ‘রিজার্ভ চুরিতে জড়িত অভিযোগে শনাক্ত বিদেশি ২৩ নাগরিক ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য লাইনম্যান হিসেবে কাজ করেছে। তারা টাকা উত্তোলন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। তদন্তের সাক্ষ্য প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা সংগ্রহের জন্য বিদেশি পুলিশ ও তদন্ত সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। দেশের বাইরে অপরাধী থাকলে বিদেশি পুলিশ ও তদন্ত সংস্থার সহায়তা ছাড়া কিছু করা সম্ভব নয়। এ জন্য সময় লাগছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর