thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

গুম-নিখোঁজ

‘তদন্ত শেষ করার আগে কিছু বলা ঠিক হবে না’

২০১৬ ডিসেম্বর ১০ ১৮:১৯:৪৭
‘তদন্ত শেষ করার আগে কিছু বলা ঠিক হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুম-নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ করার আগে কিছু বলা ঠিক হবে না। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের আয়োজনে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

আনিসুল হক বলেছেন, ‘গুম-নিখোঁজদের তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে। তারা গুরুত্ব দিয়ে এ ঘটনাগুলো তদন্ত করছে। এর ফলে অনেক কিছু উৎঘাটিত হতে পেরেছে।’

তিনি আরও বলেছেন, ‘ধর্ষণ মামলার ক্ষেত্রে আদালত যদি কাউকে খালাস দিয়ে থাকেন তাহলে সাক্ষ্য ও প্রমাণ না পেয়েই দিয়েছে। এ সকল মামলার ক্ষেত্রে আমরা প্রসিকিউশনকে গুরুত্ব দিতে বলেছি। তারাও গুরুত্ব দিচ্ছে। অনেক চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হয়েছে। ধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে ভিকটিম ও পরিবার যদি এগিয়ে এসে সাক্ষ্য দেয় তাহলে তারাও সুষ্ঠু বিচার পাবেন। এ সকল মামলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভিকটিমদের পরিবারের সঙ্গে যেন অপরাধীরা কোনো ধরনের কম্প্রোমাইজ করতে না পারে।’

প্রত্যেক নাগরিকেরই সম্মান প্রাপ্য। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে একে-অন্যকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী।

সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের কারণগুলো চিহ্নিত করতে হবে। আমরা এ সকল ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। মানবাধিকার নিশ্চিত করতে সকল স্তরে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সকলে একসাথে চেষ্টা করলেই মানবাধিকার সংরক্ষণ সম্ভব।’

সকলের প্রচেষ্টায় দেশে বাল্য বিবাহের হার আগের তুলনায় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সেমিনারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হীরণমায়া বাড়ৈ, আজীবন সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর