thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

‘অভিনন্দনে সিক্ত হয়ে অহংকারবোধ তৈরি হতে পারে’

২০১৬ ডিসেম্বর ১০ ১৯:৫৬:৪৬
‘অভিনন্দনে সিক্ত হয়ে অহংকারবোধ তৈরি হতে পারে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনন্দনে সিক্ত হয়ে অহংকারবোধ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সম্মেলন গত ২২-২৩ অক্টোবর হয়েছে এবং আমি সম্পাদক নির্বাচিত হয়েছি। কিন্তু এতদিন ধরে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে অভিনন্দন শ্লোগান চলতে থাকে। এসব অভিনন্দনে সিক্ত হয়ে আমার মধ্যে অহংকারবোধ তৈরি হতে পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে নোয়াখালী জেলা সমিতি ঢাকা’র পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নিজ বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, ‘আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে বিকল্পধারা মহাসচিব মান্নান ভাই, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যসহ (এম এ হাসেম) জেলার অনেক ব্যক্তি উপস্থিত আছেন যারা আমার দল করেন না; হয়তো তারা আমাকে, আমার কর্মকাণ্ডকে পছন্দ করে এখানে এসেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘জেলা সমিতির সভাপতি শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক শামসুল হক আমাকে এ ধরনের আয়োজন (গণসংবর্ধনা) সম্পর্কে অবহিত করেন। আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছিলাম আমি কোনো সংবর্ধনা অনুষ্ঠানে যাব না, নোয়াখালীর মানুষের সাথে মত বিনিময় করব, যা অনেক শোভন। গণসংবর্ধনা বিষয়টাকে আমি একদম পছন্দ করছি না। কারণ আমি মাত্রই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি কিন্তু এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড করেনি যাতে আমাকে গণসংবর্ধনা দিতে হবে। তারপরও তাদেরকে দেয়া কথা রেখে আমি এখানে এসেছি। কিন্তু তারা আমাকে দেয়া কথা রাখে নি।’

নিজের জন্মস্থানে জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, ‘আমি কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং সদরের পূর্বাঞ্চলের একটি সংসদীয় আসনে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করেছি এবং বারবার আমি হেরেও যেতাম। তখন আমার মা বলতো লোকে বলে তুমি আর এখানে জিততে পারবে না, এতে তোমার পরিবার কষ্ট পায়, তোমার কর্মীরা কষ্ট পায় এবং নির্যাতিত হয়। তোমার নির্বাচন করার দরকার নেই। তখন আমি মাকে বললাম জীবনে পিছিয়ে গিয়েতো এগোতে পারবো না। তখন মা আমাকে বলতো এই বনে একটাই বাঘ আছে সেটা হলো মওদুদ সাহেব (বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ)। তখন আমি মাকে বললাম মা আপনি দোয়া করেন আমি পারব। এরপর আমি ১৯৯৬ সালে জয়ী হয়ে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি।’

উপস্থিতদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, আমি নোয়াখালীর উন্নয়নের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ হাসেম, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, আয়েশা ফেরদৌসী, শিল্পপতি জসিম উদ্দিন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএ/জেডটি/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর