thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সিরিয়ার পালমিরা আবার দখল করেছে আইএস

২০১৬ ডিসেম্বর ১১ ০৯:৫২:১৪
সিরিয়ার পালমিরা আবার দখল করেছে আইএস

দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় ৯ মাস পর আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করেছে ইসলামিক স্টেট (আইএস)।

পর্যবেক্ষকরা বলছেন, পালমিরার কেন্দ্রে তুমুল লড়াই করছে জঙ্গি আর সরকারপন্থী বাহিনী।

যদিও বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। খবর বিবিসি।

প্রায় ৯ মাস আগে, গত মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।

সেই ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল।

পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।

এরই সুযোগে এক সপ্তাহ আগে থেকে পালমিরা দখলে নামে জঙ্গিরা। সংবাদদাতারা বলছেন, গোপনে সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় ছিল জঙ্গিরা আর এখন সেই সুযোগ তারা কাজে লাগিয়েছে।

তাদের অভিযানে অন্তত ৫০ জন সামরিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে।

পালমিরা শহর থেকে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, জঙ্গিরা শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। তবে এখনো শহরের কেন্দ্রে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।

এদিকে আলেপ্পোয় বিদ্রোহীদের ক্ষেত্রে মহত্ত্ব প্রদর্শনের জন্য সিরিয়া আর রাশিয়ান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আলেপ্পোর মানুষ যাতে গণহত্যার শিকার না হয়, সেজন্য মার্কিন আর রাশিয়ান সেনা বিশেষজ্ঞরা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের ওপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পালমিরা শহর।

(দ্য রিপোর্ট/এমকে/এইচ/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর