thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ট্যাংকার বিস্ফোরণে কেনিয়ায় ৩০ জনের মৃত্যু

২০১৬ ডিসেম্বর ১১ ১০:৪১:২১
ট্যাংকার বিস্ফোরণে কেনিয়ায় ৩০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ার নাইবোরি-নাইভাসা সড়কে জ্বালানীবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে ও অগ্নিদগ্ধ হয়ে অনেকে আহত হয়েছেন। কমপক্ষে ১১টি গাড়িও আগুনে পুড়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে থাকা একজন উদ্ধারকর্মী জানিয়েছে, উগান্ডার রেজিস্ট্রেশনকৃত ট্যাংকারটি খুবই দাহ্য জাতীয় পদার্থ বহন করে নিয়ে যাচ্ছিল।

পুলিশের মহাপরিদর্শক জোসেফ বায়োনেট বলেন, তারা হতাহতের বিষয়সহ অন্যান্য উপাত্তসমূহ সংগ্রহ করছেন। পরিস্থিতিকে তিনি ভয়াবহ বলে মন্তব্য করেন।

(দ্য রিপোর্ট/এমকে/এইচ/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর