thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ফিলিস্তিন : বাণিজ্যমন্ত্রী

২০১৬ ডিসেম্বর ১১ ১৩:৪৫:৩০
মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ফিলিস্তিন : বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফিলিস্তিন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশে সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এনএ মালিকি রবিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনৈতিকভাবে আমার প্যালেস্টাইনকে সব সময় সমর্থন করি। জাতির জনক বঙ্গবন্ধু সব সময় প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন ফোরামে প্যালেস্টাইনের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন। রাজনৈকিকভাবে আমার একে অপরের খুব কাছাকাছি। আমরা অর্থনৈতিকভাবেও একে অপরের কাছাকাছি আসতে চাই।’

‘এজন্য আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা উভয় পক্ষ কিভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি, তার একটি পসিবিলিটি (সম্ভাবনা) আমরা নির্ধারণ করব। প্যালেস্টাইনের রাষ্টদূত এ বিষয়ে দায়িত্ব নিয়েছেন। আমাদের দেশের ও প্যালেস্টাইনের ব্যবসায়ী প্র্রতিনিধিদের সঙ্গে একটি মিটিংয়ের ব্যবস্থা করা হবে’ বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘প্যালেস্টাইন থেকে বেশ কিছু পণ্য আমরা আমদানি করি, যার ডিউটি খুব কম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাকে প্রস্তাব দিয়েছেন আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি কিনা? এটা আমরা দেখব। আমাদের ব্যবসায়ীরা কতটুকু রফতানি করতে পারবে তাও আমরা দেখব।’

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এনএ মালিকি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফরে আসবেন। তার সফরের সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।’

তবে মাহমুদ আব্বাসের বাংলাদেশ সফরের সময় সম্পর্কে কিছু জানাননি তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমকে/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর