thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কুড়িগ্রামে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা

২০১৬ ডিসেম্বর ১৫ ১৮:১৭:৩০
কুড়িগ্রামে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে মানুষজন। বিশেষ করে চর-দ্বীপচর ও নদী তীরবর্তী এলাকায় শীত বেশি অনুভূত হওয়ায় শীতকষ্টে জীবনযাপন করছে নদী তীরবর্তী মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা কাজে বের হতে পারছে না।

সবচেয়ে বেশি শীতের কষ্টে ভুগছে বৃদ্ধ ও শিশুরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সন্ধ্যার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জনপদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডার তীব্রতা বাড়তে থাকে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

কুড়িগ্রাম শহরের রিকশাচালক আফজাল হোসেন জানান, কয়দিন থাকি খুব শীত পড়ছে। দুপুর পর্যন্ত ঘর থাকি বাইর হতে পারি না। গরম কাপড় নাই। দুপুরে রিকশা নিয়া বাইর হই। আয়-রোজকার একেবারে নাই।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের বৃদ্ধ আব্দুল জলিল জানান, হামরা নদীর পাড়ের মানুষ। কয়েকদিন থাকি শীতের সাথে ঠাণ্ডা বাতাস। রাত হলে হিম পড়ে। গরম কাপড় নাই। ঠাণ্ডায় ঘরের ভিতরও থাকা যায় না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. জাকির হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩দিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ডিসেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর