thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সহকারী পরিচালক নেবে পানি উন্নয়ন বোর্ড

২০১৬ ডিসেম্বর ২১ ১১:৩৮:৩৪
সহকারী পরিচালক নেবে পানি উন্নয়ন বোর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী পরিচালক বা শাখা কর্মকর্তা’ পদে ২৪ জন বাংলাদেশি নাগরিককে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন গ্রেড হবে ৯ এবং মাসিক বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া :

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফরমের নমুনা পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd) আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলা উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আফ/এন/এনআই/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর