thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

ইনজুরি থেকে ফিরেই সেরেনার জয়

২০১৭ জানুয়ারি ০৪ ১৫:১৯:০০
ইনজুরি থেকে ফিরেই সেরেনার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় চার মাস কোর্টের বাইরে থাকার পর খেলতে নেমেই জয় পেয়েছেন সাবেক নম্বর ওয়ান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে তার এই প্রত্যাবর্তনের ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল অকল্যান্ডের হাওয়া। অবশ্য শেষ অব্দি জয় সেরেনারই হয়েছে। অকল্যান্ডে এএসবি ক্লাসিকে পলিন পারমেন্তিয়েরকে হারিয়েছেন সেরেনা।

৩৫ বছর বয়সি সেরেনা র‌্যাঙ্কিংয়ের ৬৯তম স্থানে থাকা ফ্রেঞ্চ পারমেন্তিয়েরকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন।

যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে কারোলিনা প্লিসকোভার কাছে হেরে গিয়েছিলেন সেরেনা। সেই অঘটনের হারই ছিল শেষ ম্যাচ। প্রত্যাবর্তন ম্যাচের শুরুটাও হয়েছিল মন্থর। পরের দিকে কিছুটা হলেও দেখা গিয়েছে তার স্বভাবসিদ্ধ মেজাজ।

অকল্যান্ড ক্লাসিকে জয় দিয়ে শুরু করে সেরেনা বলেন, ‘মনে হচ্ছে, আস্তে আস্তে আমার জায়গাটায় পৌঁছাতে পারছি। প্রত্যেকটা ম্যাচই এখন গুরুত্বপূর্ণ।’

ওপনে যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্টেফি গ্রাফের সঙ্গে যৌথভাবে রয়েছে সেরেনার। দু’জনেই জিতেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম। স্টেফিকে ছাড়িয়ে যেতে সেরেনার প্রয়োজন মাত্র আর একটি গ্র্যান্ড স্ল্যাম।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর