thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

শ্রীমঙ্গলে ৩ দিনের নাট্যোৎসব

২০১৭ জানুয়ারি ০৪ ১৬:০৩:২৭
শ্রীমঙ্গলে ৩ দিনের নাট্যোৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : উচ্ছ্বাস থিয়েটারের দুই দশকে পর্দাপণ উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের মহসিন মিলনায়তনে ৫, ৬ ও ৭ জানুয়ারি এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে উচ্ছ্বাস থিয়েটার প্রযোজনা ‘দাবানল’। ম্যাক্সিম গোর্কির গল্প থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। অভিনয় করছেন, নয়ন মনি, শুভ, পংকজ, বিশ্ব, মৃত্যুঞ্জয়, মোভি, ইমন, টুকু, রনি, পারভেজ প্রমুখ।

উৎসবের দ্বিতীয় দিন (৬ জানুয়ারি) মঞ্চস্থ হবে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

নাটকটিতে অভিনয় করছেন- কোনাল আলী চৈতী, সাথী , জেরিন তাসনীম এশা, আদিবা, সুরেলা, শাহিনুর আকতার প্রীতি, কানু বাবু. নির্ঝর অধিকারী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তৌহিদুর রহমান শিশির, ইকবাল চৌধুরী জাহিদুল কামাল চৌধুরী দিপু, আসাদুজ্জামান রাফিন, হারুনুর রশীদ রাজীব, রাসেল আহমেদ, সৈয়দ ফেরদৌস ইশরাম, মো. শাহনেওয়াজ, মীর জাহিদ হাসান।

উৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের প্রযোজনা ‘জ্যোতিসংহিতা’। এটি লিখেছেন রুমা মোদক এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। অভিনয় করছেন- অনিরুদ্ধ কুমার ধর, সনঞ্জিত সিনহা, সুবীর কান্তি রায়, অরুপ দাশ অপু, সূজন চৌধুরী, নূরুল গাজী, শরীফ আহমদ, সবুজ মিয়া, সৌরভ, কাজী লুৎফুর রহমান প্রমুখ।

এছাড়া সমাপনী দিনে থাকছে উচ্ছ্বাস থিয়েটার ভুলু সম্মাননা পদক প্রদান। এ বছর প্রয়াত নাট্যকার ও নির্দেশক নিহারেন্দু করকে পদক (মরণোত্তর) প্রদান করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর