thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

পুরনো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ

২০১৭ জানুয়ারি ০৫ ১১:৫৫:৪৯
পুরনো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : প্রযুক্তিখাতে সবাই যখন পরিবর্তন নিয়ে এসেছে তখন হোয়াটসঅ্যাপ কেন পিছিয়ে থাকবে। দিন যত যাচ্ছে প্রযুক্তিও তত দ্রুত এগিয়ে চলেছে। তাই হোয়াটসঅ্যাপও নিয়ে এসেছে তাদের নতুন অপারেটিং সিস্টেম। পুরনো বেশকিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করে দেয়া হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম চালিত বা তারও আগের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

নতুন বছরের শুরুতেই এ সেবা বন্ধ করলো হোয়াটসঅ্যাপ। তবে এ পদক্ষেপের ফলে সমালোচনায় পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ পেজের তথ্য অনুযায়ী, এরই মধ্যে কয়েকটি প্লাটফর্মের পুরনো ডিভাইসের জন্য সমর্থন বন্ধ করা হয়েছে। আগামী ৩০ জুনের পর আর কোনোভাবেই পুরনো স্মার্টফোন ও অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য সমর্থন বাড়ানো হবে না।

ধারণা করা হচ্ছে, ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা ও গ্রাহক নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আফ/এনআই/জানুয়ারি ৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর