thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

২০১৭ জানুয়ারি ০৭ ১০:১১:৫৩
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল ট্রেনের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আশা করা হচ্ছে দুই-এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/জানুয়ারি ৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর