thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ সুন্দরবনের ১২ জলদস্যুর

২০১৭ জানুয়ারি ০৭ ১৪:৫২:১৬
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ সুন্দরবনের ১২ জলদস্যুর

পটুয়াখালী প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সুন্দরবনের ১২ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে আনুষ্ঠানিকভাবে এ আত্মসর্মপণের আয়োজন করেছেন র‌্যাব-৮। এ সময় র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ এবং র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উজ জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সদস্যরা হলেন- নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ মিয়া (৩৭) পিতা ছাত্তার মোল্লা, মো. মনিরুল শেখ (৩৮) পিতা আলী আকবর শেখ, মো. মানজুর মোল্লা ওরফে রাঙ্গা (৪২) পিতা মো. আব্দুল কাদের মৌলভী, মো. মুক্ত শেখ (৩৭), পিতা মৃত আসরাফ শেখ, মো. তরিকুল শেখ (৬০) পিতা মৃত মজিদ শেখ, মো. আকবর শেখ (৪২) পিতা আব্দুল মালেক শেখ, মো. কিবরিয়া মোড়ল (৪০) পিতা মৃত আরমান হোসেন মোড়ল, মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮) পিতা আবু জাফর শেখ, মো. আল আমিন সিকদার (৫০) পিতা মো. আব্দুল মজিদ সিকদার, মো. ইউনুচ শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০) পিতা মৃত আকতার শেখ, মো. মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮) পিতা মো. সালাম মোল্লা, মো. মোশারফ হোসেন (৩৭) পিতা মো. আকরাম শেখ। এদের বাড়ি বাগেরহাট জেলার মংলা ও রামপালের বিভিন্ন এলাকায়।

র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার-উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে জলদস্যুরা তাদের অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসর্মপণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবে মহাপরিচালক মো. বেনজীর আহমেদ। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকালে জলদস্যু বাহিনীরা র‌্যাবের কাছে ৭টি বিদেশি একনলা বন্দুক, ৮টি বিদেশি দোনলা বন্দুক, ২টি (২২ বোর) বিদেশি এয়ার রাইফেল, ৩টি ওয়ান শুটারগান, ১টি তিন টন রাইফেল ও ১টি বিদেশি (২২) রাইফেল এবং ৩টি বিদেশি কাটা বন্দুকসহ ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ১,১০৫ রাউন্ড সক্রিয় গোলাবারুদ জমা দিয়েছে।

ইতোপূর্বে আত্মসমর্পণকৃত জামিনে থাকা ৬০ জন জলদস্যুকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এইচ/এম/জানুয়ারি ৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর