thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ভারতের কর্ণাটকে ‘আমিনা সুন্দরী’

২০১৭ জানুয়ারি ০৮ ১৬:১৩:৩৪
ভারতের কর্ণাটকে ‘আমিনা সুন্দরী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট ২০০৭ সালে মঞ্চে নিয়ে আসে নাট্যপ্রযোজনা ‘আমিনা সুন্দরী’। এরই মধ্যে দেশ বিদেশে নাটকটি প্রশংসা কুড়িয়েছে। এস এম সোলায়মানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

আবারও ভারতের মঞ্চে প্রদর্শিত হবে ‘আমিনা সুন্দরী’। ১৭ জানুয়ারি রঙ্গায়ণের আমন্ত্রণে ভারতের মাইশরে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। ১৯ জানুয়ারি কর্ণাটকে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে।

থিয়েটার আর্ট ইউনিট সূত্রে জানা গেছে, আমিনা সুন্দরী নাটকের দুই প্রদর্শনী উপলক্ষে আগামী সপ্তাহে ভারতে যাবে দলটির সদস্যরা। তার আগে ৯ জানুয়ারি ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনী ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’-এর গল্পকে সংগীতের অপূর্ব ব্যবহারের মধ্য দিয়ে এস এম সোলায়মান রচনা করেছেন নাটক ‘আমিনা সুন্দরী’। বাঙালী নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা মূলত এ গল্পের প্রধান উপজীব্য।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর