thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

যে খাবারগুলো দীর্ঘদিনেও নষ্ট হয় না

২০১৭ জানুয়ারি ০৮ ১৭:০০:২৩
যে খাবারগুলো দীর্ঘদিনেও নষ্ট হয় না

দ্য রিপোর্ট ডেস্ক : অনেক খাবার আছে যা ঘরে বেশিদিন রেখে দেওয়া যায় না। মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হয়ত অনেকদিন রেখে দিয়েছেন মনে নেই, কিন্তু যখন চোখে পড়ল তখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এতে আফসোস করা ছাড়া কিছু করার থাকে না।

কিন্তু এমন খাবারও আছে যেগুলো যতদিন ইচ্ছে রেখে দিতে পারেন নষ্ট হবে না। এমন কিছু খাবারের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে। জানেন সেই খাবার কোনগুলো? থাক আপনাদের আর শুধু শুধু মাথা ঘামাতে হবে না। এমন কয়েকটি খাবারের সন্ধান রইলো এই নিচের তালিকায়—

মধু

মধু কোনওদিন খারাপ হয় না। অনেক দিন হয়ে গেলে মধুর রং পাল্টে যেতে পারে বা ক্রিস্টেলাইন হয়ে যেতে পারে। কিন্তু তাও তা খাওয়া যায়।

সাদা ভিনিগার

সাদা ভিনিগার কোনওদিন নষ্ট হয় না। তাই পুরনো হয়ে গিয়েছে বলে সাদা ভিনিগার ফেলে দেবেন না যেন।

ইনস্ট্যান্ট কফি

বন্ধ করা অবস্থায় হোক বা এমনি‚ শুধুমাত্র ফ্রিজে ভরে রাখুন। বহুদিন পরেও কফির স্বাদ একই থাকবে।

লবণ

কোনওদিন লবণকে খারাপ হতে দেখেছেন? বছরের পর বছর ভালো থাকবে। শুধু দেখতে হবে এতে যেন পানি বা তেল না পড়ে। আর্দ্রতা থেকে একটু দূরে সরিয়ে রাখুন।

চাল

চালের বস্তায় বা পাত্রের গায়ে ধুলোর আস্তরণ পড়তে পারে কিন্তু তাতে চালের কোনও ক্ষতি হয় না।

চিনি

লবণের মতো চিনিও সহজে নষ্ট হয় না। কারণ চিনি ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে না। খালি চিনিকে আর্দ্রতার থেকে দূরে রাখতে হবে।

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর