thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জমকালো আয়োজনে ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

২০১৭ জানুয়ারি ০৯ ১৫:৫২:৩৪
জমকালো আয়োজনে ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো শোবিজ অঙ্গনের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এবারের অ্যাওয়ার্ড নাইট মাতিয়েছে রোমান্টিক মিউজিক্যাল কমেডি মুভি ‘লা লা ল্যান্ড’।

৭টি গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে ‘লা লা ল্যান্ড’, যা এই অ্যাওয়ার্ডের ইতিহাসে রেকর্ড। ড্যামিয়েন চাজেল নির্মিত ছবিটি সেরা মিউজিক্যাল কমেডি ছবি, সেরা নির্মাতা ও চিত্রনাট্যকারসহ সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে।

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয় করে সেরা অভিনয় শিল্পী হয়েছে ক্যাসি অ্যাফ্লেক ও ‘ইলে’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইসাবেলা হুপার্ট।

তবে গোল্ডেন গ্লোব জয়ী টিভি সিরিজে এসেছে আমূল পরিবর্তন। গেম অব থ্রোনসকে সরিয়ে এবার সেরা টিভি সিরিয়াল হয়েছে ‘দ্য ক্রাউন’। রাণী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে নির্মিত এই ড্রামা সিরিয়ালটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে ৮ জানুয়ারি (বাংলাদেশ সময় ৯ জানুয়ারি সকাল) ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।

এবারের আসরে সেরা ছবি (ড্রামা): মুনলাইট, সেরা ছবি (কমেডি/মিউজিক্যাল): লা লা ল্যান্ড, সেরা অভিনেতা (ড্রামা): ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), সেরা অভিনেত্রী (ড্রামা): ইসাবেল হাপার্ট (এল), সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): রায়ান গসলিং (লা লা ল্যান্ড), সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): এমা স্টোন (লা লা ল্যান্ড)।

সেরা পরিচালক: ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), সেরা চিত্রনাট্য: ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), সেরা অ্যানিমেটেড ছবি: জুটোপিয়া, সেরা বিদেশি ভাষার ছবি: এল (ফ্রান্স)।

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): দ্য ক্রাউন, সেরা টেলিভিশন সিরিজ (কমেডি/মিউজিক্যাল): আটলান্টা, সেরা মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র: দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন, সেরা অভিনেতা (ড্রামা): বিলি বব থর্নটন (গোলিয়াথ)।

সেরা অভিনেত্রী (ড্রামা): ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন), সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল)।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর